হেফাজতে ইসলাম বাংলাদেশকে কোনো রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি বশির উল্লাহ।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে রাজশাহী নগরীর একটি হোটেলে আয়োজিত হেফাজতে ইসলাম বাংলাদেশের রাজশাহী নগর ও জেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
মুফতি বশির উল্লাহ বলেন, ‘‘আল্লামা আহমদ শফী, জুনায়েদ বাবুনগরীসহ বহু ওলামায়ে কেরামের ত্যাগের ফল হেফাজতে ইসলাম বাংলাদেশ। এ সংগঠনকে রাজনৈতিক লেজুড়বৃত্তির পথে নেওয়ার চেষ্টা হলে আমরা তা প্রতিহত করব।’’
রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, ‘‘চাঁদাবাজদের সামলান, নইলে জনগণ আপনাদেরও ফ্যাসিস্টদের মতো তাড়িয়ে দেবে।’’
তিনি বলেন, ‘‘ছাত্রদের রক্তের বিনিময়ে দেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে। এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে আমরা একচুলও ছাঁড় দেব না। ভারতের আধিপত্য চাই না, আমেরিকার গোলামিও করতে চাই না। মানবাধিকার রক্ষার নামে পশ্চিমা হস্তক্ষেপের কোনো সুযোগ নেই।’’
সম্মেলনে সভাপতিত্ব করেন হেফাজতের রাজশাহী মহানগরের আহ্বায়ক মাওলানা জামাল উদ্দিন মাহমুদ সন্দ্বীপি। সম্মেলনের শেষ ভাগে রাজশাহী মহানগর ও জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।