ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার ঘটনায় দায়ের করা বিস্ফোরকদ্রব্য আইনের মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৯ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন (৫৫), শফিকুল ইসলাম শফিক (৫৪) এবং মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমান ওরফে শিশু (৬৫)।
রবিবার (২০ জুলাই) বিকালে আখাউড়া থানা পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানায়। এতে গ্রেপ্তাররা আওয়ামী লীগ ও যুবলীগের নেতা বলে উল্লেখ করা হয়েছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ছমিউদ্দিন জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে মামলা রয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।