সারা বাংলা

এনসিপির পদযাত্রা, খাগড়াছড়িতে নিরাপত্তা জোরদার

সারা দেশে পথযাত্রার অংশ হিসেবে সোমবার (২১ জুলাই) দুপুরে খাগড়াছড়ি জেলায় যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। তাদের এই আগমন উপলক্ষে খাগড়াছড়ি শহরের নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

নিরাপত্তা জোরদার করার বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ির পুলিশ সুপার  আরেফিন জুয়েল।

এনসিপি নেতারা জানান, কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির নেতারা আজ খাগড়াছড়িতে যাচ্ছেন।

খাগড়াছড়ির পুলিশ সুপার  আরেফিন জুয়েল জানান, এনসিপির কর্মসূচিকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা শহরের সব গুরুত্বপূর্ণ স্থানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।