ঝিনাইদহের শৈলকুপায় হাফিজ উদ্দিন বিশ্বাস নামে এক কৃষকের তিন বিঘা জমির দেড় হাজার পেঁপেগাছে কীটনাশক ছিটিয়ে দুর্বৃত্তরা ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে কৃষকের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে।
কৃষক হাফিজ বিশ্বাস উপজেলার ঝাউদিয়া গ্রামের মফিজ উদ্দিন বিশ্বাসের ছেলে।
হাফিজ উদ্দিন জানান, তিন বিঘা জমির পেঁপেগাছ পরিচর্যায় তিনি পাঁচ লাখ টাকার বেশি খরচ করেছেন। পেঁপে বিক্রি করে লাভের আশায় এনজিও থেকে ঋণ নিয়ে এই পেঁপে বাগান তৈরি করেন।
তিনি আশা করছিলেন, কোনো অঘটন না ঘটলে প্রায় ২০ লাখ টাকার পেঁপে বিক্রি করতে পারবেন। কিন্তু, সোমবার সকালে এসে দেখতে পান সব পেঁপেগাছ মারা যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাফিজ উদ্দিন দীর্ঘদিন ধরে নিয়মিত অন্যের জমি লিজ নিয়ে চাষ করে আসছেন। এ বছর তিন বিঘা জমিতে এক হাজার ৫০০ পেঁপেগাছের বাগান তৈরি করেন। ফুল ও ফলে ভরপুর পেঁপে বাগানটি পচনশীল স্প্রে করে শেষ করে দেওয়া হয়েছে।
শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, ‘‘গ্লাইফোসেট নামক তরল বিষে এ ধরনের ক্ষতি হয়। ধারণা করা হচ্ছে, তিন চার দিন আগে হাফিজ বিশ্বাসের বাগানে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করতে পারে।’’
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান বলেন, ‘‘ভুক্তভোগীকে থানায় অভিযোগ দেওয়ার পরাপর্শ দেওয়া হয়েছে। অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’