নাটোরের লালপুরে নিখোঁজের দুদিন পর এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ জুলাই) দুপুরে উপজেলার বিজয়পুর সড়কের চকিদার মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম সোহাগ হোসেন সুইট (২১)। তিনি উপজেলার বিজয়পুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই রাত থেকে নিখোঁজ ছিলেন সুইট। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।
সোমবার দুপুরে বিজয়পুর সড়কের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুজ্জামান বলেন, ‘‘সুইট নিখোঁজ থাকার বিষয়ে পরিবারের সদস্যরা আজ সকালে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে আসেন। এ সময় সড়কের পাশে মরদেহ পড়ে থাকার খবর আসে। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন, এটি সুইটের মরদেহ।’’