ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহতদের স্মরণে শরীয়তপুরের জীবনতরী মুক্ত স্কাউট গ্রুগের সদস্যরা মোমবাতি প্রজ্বলন করেছেন। এ সময় তারা নিহতদের আত্মার শান্তি কামনা করেন।
আজ বুধবার (২৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
জীবনতরী মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা জানান, গত সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু হতাহত হয়েছে। অনেকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। এমন ভয়াবহ ট্রাজেডি গোটা দেশকে নাড়া দিয়েছে।
মোমবাতি প্রজ্বলনে বাচ্চাকে নিয়ে অংশ নেয় স্থানীয় বাসিন্দা খান মুহাম্মদ শিহান। এ সময় তিনি বলেন, ‘‘আগামীতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, রাষ্ট্রপ্রধান যেন বিষয়গুলো নজরে রাখেন।’’ এই ঘটনায় যারা নিহত হয়েছেন, তাদের আত্মার শান্তি কামনা করেন তিনি।
জীবনতরী মুক্ত স্কাউট গ্রুপের সদস্য সানজানা খান বলেন, ‘‘দেশে প্রতিবছর এমন অনেক দুর্ঘটনা ঘটে। শত শত মানুষের প্রাণ যায়। রাজনীতিক ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের বলব, দুর্নীতি কমিয়ে দায়িত্ব সঠিকভাবে পালন করুন। যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা না ঘটে।’’
জীবনতরী মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক গোবিন্দ চন্দ্র দত্ত জানান, নিহত বাচ্চাদের স্মরণ করে মোমবাতি প্রজ্জ্বলন করার পাশাপাশি তাদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে। যারা আহত হয়েছে, তাদের সুচিকিৎসা দিয়ে দ্রুত সুস্থ করে তোলা হোক।