ভারী বৃষ্টির কারণে বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোরে সাজেক-বাঘাইহাট সড়কের তিনটি স্থানে পাহাড়ধস হয়। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হওয়ায় চার শতাধিক পর্যটক সাজেকে আটকা পড়েন। প্রায় নয় ঘণ্টা পর বিকেল ৩টার দিকে যান চলাচল স্বাভাবিক হওয়ায় সাজেকে আটকে পড়া পর্যটকদের বহনকারী গাড়িগুলো নিরাপদ স্থানে ফিরতে শুরু করেছে।
বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার জানিয়েছেন, দিঘিনালা ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও বাঘাইছড়ি উপজেলা প্রশাসন সড়কে ধসে পড়া মাটি সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। আটকে পড়া পর্যটকদের বহনকারী গাড়িগুলো যাত্রা শুরু করেছে।
সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা জানিয়েছেন, বুধবার রাতভর ভারী বৃষ্টির কারণে সাজেক-বাঘাইহাট সড়কের তিনটি স্থানে পাহাড়ের মাটি ধসে পড়ে। এর পাশাপাশি বড় বড় পাথর ও গাছ উপড়ে পড়ায় সড়কে যান চলাচল বন্ধ হয়েছিল।
রিসোর্ট অ্যান্ড কটেজ অ্যাসোসিয়েশন অব সাজেকের সভাপতি সুপর্ণ দেব বর্মণ জানিয়েছেন, আটকে পড়া পর্যটকরা নিরাপদে ফিরে গেছেন। এখন পর্যটকরা আসতে ও যেতে পারবেন, কোনো সমস্যা নাই।