সারা বাংলা

নড়াইলে নাশকতার মামলায় সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

নড়াইলের লোহাগড়ায় নাশকতার অভিযোগে দায়ের হওয়া মামলায় সাবেক ইউপি সদস্য উজ্জ্বল ঠাকুরকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

উজ্জ্বল ঠাকুর পার মল্লিকপুর গ্রামের দেলোয়ার হোসেন ঠাকুরের ছেলে ও মল্লিকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। তিনি আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানা পুলিশের একটি দল পার মল্লিকপুর গ্রামে অভিযান চালিয়ে নাশকতার মামলার আসামি উজ্জ্বল ঠাকুরকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে লোহাগড়া থানায় নাশকতার মামলা ছাড়াও হত্যা, সংঘর্ষের একাধিক মামলা রয়েছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, ‘‘নাশকতার মামলায় গ্রেপ্তার উজ্জ্বল ঠাকুরকে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’’