গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মকস বিলে নৌকাডুবে ৩ বন্ধু নিখোঁজ হয়েছেন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তৎপরতা চালাচ্ছেন। শুক্রবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বাঙ্গার জাঙ্গাল এলাকায় মকস বিলে এ ঘটনা ঘটে।
নিখোঁজরা হলেন- কালিয়াকৈর উপজেলার সুরিচালা গ্রামের মজনু মিয়ার ছেলে শিমুল হোসেন, একই এলাকার শফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান ও ধামরাই উপজেলার শিমুলিয়া গ্রামের আব্দুল হান্নান মিয়ার ছেলে মুহাম্মদ ইব্রাহীম হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে পাঁচ বন্ধু একটি নৌকায় মকস বিলে ঘুরতে যান। এ সময় তীব্র বাতাসে ঢেউয়ের তোড়ে নৌকাটি ডুবে যায়। পরে নৌকায় থাকা সাকিব ও আরাফাত সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হয় তিন জন। খবর পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধারে চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হন, পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। রাত সাড়ে ১০টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত সময়ে তাদের উদ্ধার করা যায়নি। নিখোঁজ এবং উদ্ধার হওয়া পাঁচজনই চলতি বছর এসএসসি পাস করেছেন।
কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুস সেলিম বলেন, ‘‘নৌকাডুবে তিন জন নিখোঁজ হয়েছেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।’’