সারা বাংলা

নাটোরের সড়কে ঝরল ইসলামী যুব আন্দোলনের নেতার প্রাণ

নাটোরে শহরের দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলতাফ রেজা আবির (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

এ ঘটনায় মোটরসাইকেল আরোহী ইসলামী আন্দোলন বাংলাদেশের নাটোর জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ আলীসহ দুইজন আহত হয়েছেন। 

শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাটোর পুলিশ লাইন সামনে দুর্ঘটনার শিকার হন তারা।

নিহত আবির নাটোর সদরের দিঘাপাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার সৈয়দ ওয়াসিক লাকির ছেলে। তিনি ইসলামী যুব আন্দোলনের নাটোর জেলা যুব বিষয়ক সম্পাদক ছিলেন। 

নাটোর সদর থানার ওসি মো. মাহবুর রহমান বলেন, ‍“নাটোর পুলিশ লাইনের সামনে আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে একজন নিহত ও দুইজন আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।”