সারা বাংলা

কুয়াকাটা সৈকত রক্ষার দাবিতে মানববন্ধন

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতের ভাঙন রোধে ব্যবস্থা নিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। ‌

‘কুয়াকাটা বাঁচাও, পর্যটন বাঁচাও’ এই স্লোগানে শনিবার (২৬ জুলাই) দুপুরে কুয়াকাটা ট্যুরিজম পার্ক সংলগ্ন সৈকত সড়কে এ কর্মসূচির আয়োজন করা হয়। 

মানববন্ধনে কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান বলেন, “কুয়াকাটা নিয়ে কারো কোনো মাথাব্যাথা নেই, সরকার উদাসীন। সরকারের বিভিন্ন মহলের গাফিলতির কারণে আমরা ক্ষতিরমুখে।”

তিনি পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসনসহ সবার দৃষ্টি আকর্ষণ করে বলেন, “দ্রুত এই সৈকত রক্ষায় পদক্ষেপ নিতে হবে।”

কুয়াকাটা প্রেস ক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, “অব্যাহত ভাঙনে সৈকতের সৌন্দর্য ও পরিবেশ ধ্বংস হচ্ছে। যে কারণে কুয়াকাটার প্রতি পর্যটকদের আগ্রহ কমে যাচ্ছে। যা এখানকার পর্যটন শিল্পের জন্য বড় হুমকি। দ্রুত সৈকতের সৌন্দর্য রক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা উন্নতকরণ এবং অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারের হস্তক্ষেপ কামনা করছি।”

মানববন্ধনে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন- কুয়াকাটা জামায়াতে ইসলামীর সাবেক সভাপতি মাইনুল ইসলাম মান্নানসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। 

পানি উন্নয়ন বোর্ডের কলাপাড়া উপজেলা উপ-সহকারী প্রকৌশলী সৈয়দ তারিকুর রহমান তুহিন বলেন, “সৈকতের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। আমরা জিওটিউব দিয়ে ভাঙন রোধের ব্যবস্থা করব।”