সারা বাংলা

সিদ্ধিরগঞ্জে স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্বামীর নির্যাতনে ইতি আক্তার (২৫) নামে গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত বিল্লাল হোসেনকে (৩২) আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৫ জুলাই) রাত ১১টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি বাতেনপাড়া ক্যানেলপাড় এলাকার ইব্রাহিম মিয়ার বাড়ির একটি ফ্ল্যাটে হত্যার শিকার হন ইতি।

নিহতের প্রতিবেশীরা জানান, রাতে চিৎকার শুনে তারা গিয়ে দেখেন ফ্ল্যাটের কক্ষে ইতির নিথর দেহ মেঝেতে পড়ে আছে। পাশেই ছিলেন তার স্বামী বিল্লাল। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্তকে আটক করে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনুর আলম জানান, পারিবারিক কলহের জেরে শুক্রবার রাতে রুটি বানানোর বেলুন দিয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যা করেন বিল্লাল। পুলিশ ঘটনাস্থল থেকে বিল্লালকে আটক করেছে।