সারা বাংলা

আজ শেরপুরে এনসিপির পদযাত্রা

‘দেশ গড়তে জুলাই পদযাত্রার’ অংশ হিসেবে আজ রবিবার (২৭ জুলাই) শেরপুরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা।

দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে নেতারা জুলাই আন্দোলনে শহীদের পরিবার ও আহতদের সঙ্গে মতবিনিময় সভা ও পথসভায় অংশ নেবেন বলে  জানিয়েছেন জেলার প্রধান সমন্বয়কারী ইঞ্জিনিয়ার লিখন মিয়া। 

লিখন জানান, আজ দুপুর ২টার দিকে জেলার নকলা উপজেলার পাইস্কা মোড়ে নেতাদের অভ্যর্থনা জানানো হবে। দুপুর ৩টার দিকে নকলা হলপট্টি মোড়ে নকলা উপজেলার নেতা ও জনসাধারণের সৌজন্য সাক্ষাৎ করবেন তারা।

বিকেল সাড়ে ৩টার দিকে শহরের উৎসব কমিউনিটি সেন্টারে আহত ও শহীদ পরিবারের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় এবং মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। 

তিনি আরো জানান, বিকেল সাড়ে ৪টায় শুরু হবে পদযাত্রা। যেটি মাহবুব চত্বর হয়ে খরমপুর মোড়, নিউ মার্কেট প্রদক্ষিণ করে শহীদ স্কয়ারে (থানা মোড়) গিয়ে শেষ হবে। পরে সেখানে পথসভায় বক্তব্য রাখবেন নেতারা।