সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে পিয়াইন নদীতে নিখোঁজের তিনদিন পর এক পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৭ জুলাই) দুপুরে জাফলংয়ের বল্লাঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার মো. তোফায়েল আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের নাম মুকিত আহমদ (১৮)। তিনি সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার রায়নগর এলাকার শামসুদ্দিন মিয়ার ছেলে। তবে, বর্তমানে পরিবার নিয়ে সিলেট মহানগরের মাছিমপুর এলাকায় বসবাস করতেন।
ওসি বলেন, ‘‘গত শুক্রবার বন্ধুদের সঙ্গে জাফলংয়ে বেড়াতে গিয়ে পিয়াইন নদীতে ডুবে নিখোঁজ হন মুকিত। রবিবার সকালে জাফলংয়ের বল্লাঘাট এলাকায় মুকিতের মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।’’