সারা বাংলা

কিশোরগঞ্জে এনসিপির সভায় যুবলীগ নেতার বক্তব্য, এক দিন পর বহিষ্কার

কিশোরগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও পথসভায় অংশ নিয়ে বক্তব্য দেওয়ার অভিযোগে ইটনা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম কবির শ্যামলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সেই সঙ্গে ওই সভায় যোগ দেওয়ার অভিযোগে জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান সোহেল এবং ইটনা উপজেলা যুবলীগের সদস্য বাসেত আহমেদকেও বহিষ্কার করা হয়েছে।

রবিবার (২৭ জুলাই) জেলা যুবলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম বকুল, যুগ্ম আহ্বায়ক মীর আমিনুল ইসলাম সোহেল ও মো. রুহুল আমিন খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এর আগে, গত শনিবার জেলা শহরের পুরানথানা এলাকায় এনসিপির ওই পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় গোলাম কবির শ্যামল মঞ্চে উঠে বক্তব্য দেওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে জানতে চাইলে বহিষ্কৃত গোলাম কবির শ্যামল জানান, তিনি ২০১৮ সালে যুবলীগ ছেড়ে দিয়ে কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়েছিলেন। পরে জুলাই আন্দোলনেও সক্রিয়ভাবে মাঠে কাজ করেছেন।