কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী কুতুব শাহী মসজিদের দানবাক্স ভেঙে লক্ষাধিক টাকা চুরি হয়েছে। বুধবার (৩০ জুলাই) গভীর রাতে চোরেরা মসজিদের মূল দানবাক্স ভেঙে নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, শত বছরের পুরনো এই মসজিদে প্রতিদিন শতাধিক মুসল্লি নামাজ আদায় করেন। বিভিন্ন স্থান থেকে মানুষ এসে মসজিদে নিয়মিত দান করেন। ফলে দানবাক্সে মোটা অঙ্কের টাকা জমা হয়েছিল।
মসজিদের বর্তমান ইমাম মাওলানা জালাল উদ্দীন রুমি চুরির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘‘চুরির ঘটনায় আমিও মর্মাহত। বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে বলে আমি আশা করি। ধারণা করছি, দানবাক্সে ১ লাখের বেশি টাকা ছিল।’’ অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, মসজিদ কর্তৃপক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত প্রক্রিয়াধীন আছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মসজিদে পাহারাদার বা নজরদারির ব্যবস্থা নেই। রাতে মসজিদ ফাঁকা থাকায় চোরেরা সহজে দানবাক্স ভাঙতে পেরেছে।