সারা বাংলা

লোহাগড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেলচালক নিহত

নড়াইলের লোহাগড়ায় ট্রাক চাপায় মোস্তাাফিজুর রহমান (৪৬) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। বুধবার (৩০ জুলাই) রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তাফিজুর রহমান জেলার কালিয়া উপজেলার বাবরা-হেসলাগাতি এলাকার বাসিন্দা। তিনি কালনা ফেরিঘাট এলাকায় এলপিজি গ্যাস স্টেশনের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় ডিউটি শেষে মোটরসাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন মোস্তাাফিজুর। পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণের হারিয়ে একটি অটোরিকশায় ধাক্কা দিয়ে মহাসড়কে পড়ে যান তিনি। এ সময় পেছন থেকে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।