সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায় পিয়াইন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে টাস্কফোর্স। এ সময় বালুবাহী ৩৫টি নৌকা ডুবিয়ে দেওয়া হয়েছে। ধ্বংস করা হয় আরো ২০টি নৌকা ও ৫টি ড্রেজার মেশিন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন গোয়াইনঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী। অভিযানে উপজেলা প্রশাসনের পাশাপাশি পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা অংশ নেন।
উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, জাফলংয়ের পিয়াইন নদীর জিরো পয়েন্ট, বল্লা ঘাট ও নয়াবস্তি এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র। এতে একদিকে যেমন পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে, অন্যদিকে হুমকির মুখে পড়েছে নদীর স্বাভাবিক প্রবাহ।
অভিযানে গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. কবীর হোসেন, সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার শহিদুল ইসলাম ও থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুল্লাহসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেছেন, “অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালানো হয়েছে। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”