দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মশিউর রহমানকে মারধর করার অভিযোগে হাকিমপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) সকালে বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের দিনাজপুর জেলা কমিটির সদস্য সচিব সাইফুল আযম সোহেল।
তিনি জানান, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের দিনাজপুর জেলার হাকিমপুর পৌর কমিটির আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনের দলীয় সব পদ স্থগিত করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় দেশের শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকমে ‘চিকিৎসককে মারধর করলেন স্বেচ্ছাসেবক দলের নেতা’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এর পর আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ব্যবস্থা নিল দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দল।