যশোরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. জিহাদ হোসাইন (১৮) নামে এক যুবক আহত হয়েছেন। তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে শহরে কালেক্টর চত্বরে হামলার শিকার হন তিনি।
আহত জিহাদ হোসাইন যশোরে গ্লোবাল টেলিভিশনের প্রতিনিধি ওয়াইদুল ইসলাম অভির ছেলে। তিনি উপশহর এ-ব্লকের বাসিন্দা।
এলাকাবাসী জানান, জিহাদ তার এক বন্ধুর সঙ্গে কালেক্টর চত্বরে ঘুরতে যান। এসময় ৫-৬ জন ছিনতাইকারী তাদের পথরোধ করে। তারা জিহাদের পকেটে হাত দেয়। জিহাদ তাদের বাধা দেন। এসময় ছিনতাইকারীদের একজন চাকু দিয়ে জিহাদের ডান পায়ের উরুতে আঘাত করে। পরে তারা পালিয়ে যায়। জিহাদকে আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন তার বন্ধু।
সাংবাদিক ওয়াইদুল ইসলাম অভি তার ছেলের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার দাবি করেছেন।
যশোর কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা বাবুল আক্তার জানান, বিষয়টি তদন্তাধীন। অপরাধীদের শনাক্ত এবং গ্রেপ্তারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।