সারা বাংলা

চকরিয়ায় যুবককে গুলি করে হত্যা

কক্সবাজারের চকরিয়ায় মুখোশধারী দুর্বৃত্তদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। ওই যুবকের বিরুদ্ধে হত্যাসহ চারটি মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১ আগস্ট) রাত ১২টার দিকে চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের আজমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ হত্যাকাণ্ড ঘটে। 

নিহত মোহাম্মদ সুহায়েত (৪০) বদরখালীর ৫ নম্বর ওয়ার্ডের মগনামা পাড়ার নুরুল আজিজের ছেলে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম জানিয়েছেন, সুহায়েতের বিরুদ্ধে হত্যাসহ চারটি মামলা আছে। কারা, কী কারণে তাকে হত্যা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানিয়েছেন, শুক্রবার রাত ১২টার দিকে বদরখালী বাজার থেকে কয়েকজনের সঙ্গে হেঁটে বাড়িতে ফিরছিলেন সুহায়েত। তারা আজমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে একটি ইজিবাইকে করে আসা ৪-৫ জন মুখোশধারী দুর্বৃত্ত সুহায়েতকে লক্ষ্য করে গুলি ছোড়ে। মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

অন্যরা দুর্বৃত্তদের ধাওয়া দিলে তারা গুলি ছুড়ে দ্রুত ইজিবাইক চালিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

ওসি বলেছেন, হত্যাকাণ্ডটি পূর্বশত্রুতার জেরে নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

শনিবার (২ আগস্ট) দুপুরে নিহতের লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।