মাদারীপুরে আড়িয়াল খাঁ নদীতে পড়ে এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার (২ আগস্ট) দুপুরে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের ফরাজিকান্দি খেয়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ শিশুর নাম সুলায়মান (৩)। সে ওই এলাকার সুমন বেপারীর ছেলে। মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিশুটি নদীর পাড়ে খেলা করছিল। একপর্যায়ে পানিতে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধারে চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। তবে, এই রিপোর্ট লেখা পর্যন্ত সময়ে শিশুটির খোঁজ মেলেনি।