সারা বাংলা

১৬ বছর বিএনপির নেতাকর্মীরা ঘরে ঘুমাতে পারেনি: নিপুণ রায়

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেছেন, ‘‘গত ১৬ বছর বিএনপির নেতাকর্মীরা ঘরে ঘুমাতে পারেনি। তাদের নামে হাজার হাজার মামলা হয়েছে।’’

এ সময় বিগত তিনটি জাতীয় নির্বাচনের সমালোচনা করে তিনি বলেন, ‘‘স্বৈরাচার হাসিনা দেশের মানুষের সঙ্গে নির্বাচনের নামে তামাশা করেছে। দিনের ভোট রাতেই হয়ে গেছে।’’

বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক ভোটের অধিকার নিয়ে আর কেউ ছিনিমিনি খেলতে পারবে না উল্লেখ করে নিপুণ রায় বলেন, ‘‘আর দিনের ভোট রাতে হবে না।’’

শনিবার (২ আগস্ট) বিকেলে কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা ইউনিয়নে অবস্থিত দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির প্রধান কার্যালয়ে জরুরি সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিপুণ রায় বলেন, ‘‘২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। তবে, দেশের মানুষ এখনো তাদের গণতান্ত্রিক ভোটের অধিকার ফিরে পায়নি। আগামী জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটের অধিকার পুনরুদ্ধার করতে হবে।’’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন মাস্টার, ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি শাহ নেওয়াজ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি আলী হোসেন আলী প্রমুখ।