জামালপুর সদর উপজেলায় চোর সন্দেহে পিটুনিতে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছে। শনিবার (২ আগস্ট) দিবাগত রাত ৪টার দিকে লক্ষীরচর ইউনিয়নের যথার্থপুর উজানপাড়া গ্রামে খোরশেদের বাড়িতে তাকে পিটুনি দেয়া হয়।
স্থানীয়রা জানায়, ওই রাতে তিনজন চোর ওই এলাকার রফিকুল ইসলামের বাড়িতে মোবাইল চুরির চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করে স্থানীয়রা। একপর্যায়ে একজনকে ধরে দড়ি দিয়ে বেঁধে রাখার পর পিটুনি দেয়া হয়। এতে আহত হয়ে সকাল ৬টার দিকে তার মৃত্যু হয়।
বারুয়ামারি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শাহজাদা মো. আব্দুল আল মামুন জানান, নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।