সারা বাংলা

ছোট ভাইয়ের বউকে কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ

নারায়ণগঞ্জের বন্দরে ছোট ভাইয়ের বউকে কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন ভাসুর রবিউল হাসান আবির (৩৫)। রবিবার (৩ আগস্ট) দুপুরে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, সকালে কুশিয়ারা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম নাদিয়া আক্তার লীনা (২৫)। তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল থানার কানুরামপুর এলাকার শাহজাহান দেওয়ানের মেয়ে ও কুশিয়ারা এলাকার প্রবাসী রাসেল মিয়ার স্ত্রী।

রবিউল হাসান আবির কুশিয়ারা এলাকার মৃত আবুল হোসেন মিয়ার ছেলে।

ওসি লিয়াকত আলী বলেন, ‘‘রবিউল হাসান থানায় এসে হত্যার দায় স্বীকার করে আত্মসমর্পণ করেছেন। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি জব্দ করা হয়। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’’

স্থানীয়রা জানায়, সম্প্রতি ব্যবসার জন্য রবিউলের মা ব্যাংক থেকে ৪ লাখ টাকা ঋণ নিয়ে ছোট ছেলে রাসেল ও ছেলের বউ নাদিয়ার হাতে তুলে দেন। কিন্তু, রাসেল সেই টাকা দিয়ে বিদেশে চলে যান।

এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ জিম্মাদার রবিউল হাসানকে টাকা পরিশোধের জন্য চাপ সৃষ্টি করে। এ নিয়ে ছোট ভাইয়ের স্ত্রী নাদিয়া আক্তার লীনার সঙ্গে রবিউলে বিরোধ সৃষ্টি হয়। এর জেরে নাদিয়া আক্তার লীনাকে হত্যা করেন রবিউল।