বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে ১৪ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। এ সময় তাদের বহনকারী ট্রলার জব্দ করা হয়।
শনিবার (২ আগস্ট) রাতে মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর বঙ্গোপসাগর থেকে তাদের আটক করা হয়। আটককৃত ট্রলারসহ জেলেদের নিয়ে মোংলার উদ্দেশ্যে রওনা দিয়েছে নৌবাহিনীর সদস্যরা।
মোংলা থানার ওসি মো. আনিসুর রহমান বলেন, “সমুদ্রসীমা লঙ্ঘন করে বেআইনিভাবে বাংলাদেশের জলসীমায় মাছ শিকারের দায়ে ১৪ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। তাদের মোংলায় আনা হচ্ছে। মামলা করে সোমবার (৪ আগস্ট) তাদের আদালতে পাঠানো হবে।”
তিনি আরো বলেন, “নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা বিষখালী অভিযানে অংশ নিয়ে জেলেসহ ট্রলারটি আটক করে। ‘এফবি পারমিতা’ নামের ওই ট্রলারটিতে বিপুল পরিমাণ ইলিশসহ সামুদ্রিক মাছ ছিল, যা পরবর্তীতে নিলামে বিক্রির উদ্যোগ নেওয়া হবে। আটক জেলেদের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়।”