রাজশাহীর পুঠিয়ার ঝলমলিয়া ডাকবাংলো চত্বর থেকে কাজল হোসেন (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে।
সোমবার (৪ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে মরদেহটি দেখতে পান এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশের ধারণা, একটি নারকেল গাছে উঠে ডাব চুরির সময় নিচে পড়ে মারা যান কাজল।
মারা যাওয়া কাজল পুঠিয়া পৌরসভার ঝলমলিয়া এলাকার কামাল হোসেনের ছেলে। তিনি মাদকাসক্ত ছিলেন। নেশার টাকা জোগাড় করতে বিভিন্ন সময় মানুষের গাছ থেকে নারকেল ও ডাব চুরি করে বিক্রি করতেন বলে এলাকার লোকজন জানিয়েছেন।
ডাকবাংলোর কেয়ারটেকার আক্কাস আলী বলেন, “ডাকবাংলোর চারপাশ উন্মুক্ত হওয়ায় যেকোনো সময় মানুষ যাতায়াত করে। রাতে আমি ঘুমিয়ে ছিলাম, কিছু বুঝতে পারিনি। ভোর সাড়ে ৫টার দিকে একজন এসে আমাকে ঘুম থেকে তুলে কাজলের মরদেহ দেখান। এরপর আমি সবাইকে জানাই।”
পুঠিয়া থানার ওসি কবির হোসেন বলেন, ‘মরদেহটি থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাব পাড়ার সময় গাছ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।”