মানিকগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল খালেক দেওয়ান (৪৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ ক্যাম্পাসে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল খালেক সদর উপজেলার পাছবারইল গ্রামের আশকর দেওয়ানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খালেক দেওয়ান ও তার ভাই হেকমতসহ চার শ্রমিক গত দেড় মাস ধরে দৈনিকভিত্তিক মজুরিতে কলেজ চত্বর পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিলেন।
শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কাজ করলেও তাদের নিরাপত্তা নিশ্চিত করেনি কলেজ কর্তৃপক্ষ। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করেই ছাদে পরিষ্কার কাজ চলছিল। একপর্যায়ে বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন আব্দুল খালেক। সহকর্মীরা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের আবেদন করেছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’’