সারা বাংলা

পুকুরে ভাসছিল রাজমিস্ত্রির মরদেহ

নড়াইলের লোহাগড়ায় পুকুর থেকে সোয়েবুর খান (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) দুপুরে পৌরসভার মাইটকুমড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সোয়েবুর খান ওই গ্রামের ইউনুস খানের ছেলে ও পেশায় রাজমিস্ত্রি ছিলেন। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ঘর থেকে বের হন সোয়েবুর। পরে গভীর রাত হয়ে গেলেও আর বাড়ি ফেরেননি তিনি। পরিবারের সদস্যরা সব যায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।

শুক্রবার সকালে স্থানীয়রা গ্রামের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।