সারা বাংলা

দেশের বিভিন্ন স্থানে বিশ্ব আদিবাসী দিবস পালন

আজ ৯ আগস্ট, বিশ্ব আদিবাসী দিবস। প্রতিবারের মতো এবারও বাংলাদেশের বিভিন্ন স্থানে এই দিবসটি পালিত হচ্ছে।  আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, সংস্কৃতি ও ঐতিহ্য সুরক্ষার জন্য এই দিবসটি পালন করা হয়।

রাঙামাটি: নানা আয়োজনে রাঙামাটিতে উদযাপন হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। দিবসটি উপলক্ষে শনিবার সকালে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

সভা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পৌর প্রাঙ্গণ থেকে শুরু হওয়া শোভাযাত্রা রাঙামাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটির সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম জনসংতি সমিতির সিনিয়র সহ-সভাপতি উষাতন তালুকদার। 

টাঙ্গাইল: ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন টাঙ্গাইল সদর উপজেলা শাখা আদিবাসী দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে বক্তব্য রাখেন- ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সদর উপজেলা শাখার চেয়ারম্যান নিমায় রায় বাগদি, সেক্রেটারি কৃষ্ণ চন্দ্র দাস, কোষাধ্যক্ষ শান্ত চন্দ্র দাস। এ সময় অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। 

বক্তারা বলেন, তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিসহ সরকারি চাকরিতে ৫ শতাংশ কোটা দিতে হবে। তাদের আন্তর্জাতিক পর্যায়ে অগ্রাধিকার দিতে হবে। আলাদা আদিবাসী মন্ত্রণালয় করার দাবি জানান বক্তারা।