সারা বাংলা

চোর সন্দেহে ৩ জনকে গণপিটুনি, একজনের চোখ তুলে ফেলার চেষ্টা

মাদারীপুরে চোর সন্দেহে তিন জনকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। তাদের মধ্যে একজনের দুই চোখ তুলে ফেলার চেষ্টা করা হয়। এতে তার দুটি চোখই ক্ষতিগ্রস্ত হয়েছে।

রবিবার (১০ আগস্ট) ভোররাতে সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের পশ্চিম মাঠ বাঘাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

তিনজন হলেন- ওই এলাকার ওয়াজেদ শেখের ছেলে জাকির শেখ (৫০), একই এলাকার আলতা মাতুব্বরের ছেলে ইসরাফিল মাতুব্বর (৪০) এবং শ্রীনদী রায়েরকান্দি গ্রামের সিরাজ শিকদারের ছেলে বাবুল শিকদার (২৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চুরি-ডাকাতি রোধে পশ্চিম মাঠ বাঘাবাড়ি এলাকায় নিয়মিত পাহারা দেন স্থানীয় যুব সমাজ। রবিবার ভোররাতে ওই তিনজনের রহস্যজনক চলাফেরা দেখে ধাওয়া দেয় এলাকাবাসী। পরে তিনজনকে আটক করে গণপিটুনি দেওয়া হয়। এ সময় জাকির শেখের দুই চোখ তুলে ফেলার চেষ্টা করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে উদ্ধার করে। এর মধ্যে গুরুতর আহত জাকির শেখকে প্রথমে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

মাদারীপুরে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন বলেন, ‘‘এ ঘটনায় তদন্ত চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’