কিশোরগঞ্জের ইটনায় বিদ্যালয়ের সিঁড়ির রেলিং থেকে পড়ে তৃতীয় শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার (১০ আগস্ট) দুপুরে ইটনা উপজেলার রমানাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটে।
সোমবার (১১ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মজিব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মারা যাওয়া ছাত্রীর নাম দেবী রাণী দাস। তিনি ইটনা উপজেলার রমারাথপুর গ্রামের লিটন দাসের মেয়ে।
মজিব আলম জানান, রবিবার দুপুরে টিফিন টাইমে স্কুলের সব শিক্ষার্থীরা খেলাধুলা করছিল। তৃতীয় শ্রেণির ছাত্রী দেবী রাণী দাস খেলার ছলে বিদ্যালয়ের দোতলায় উঠার সিঁড়ির রেলিংয়ে ওঠেন। এসময় নিচে পড়ে গুরুতর আহত হন তিনি।
তিনি আরো জানান, দ্রুত তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে পরামর্শ দেন চিকিৎসক। ঢাকায় নেওয়ার পথে রাত ১১টার দিকে দেবী রাণী দাসের মৃত্যু হয়।