জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া সীমান্ত দিয়ে একই পরিবারের ৫ সদস্যকে ফেরত পাঠিয়েছে বিএসএফ। বুধবার (১৩ আগস্ট) সকালে সীমান্তের ২৮১/৫৪-এস পিলারে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পরে তাদের পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়।
দেশে ফেরত আসা ব্যক্তিরা হলেন- খুলনা সদর উপজেলার দক্ষিণ টুটপাড়া গ্রামের পরান মোড়লের ছেলে মুরাদ মোড়ল (৩৪), তার স্ত্রী সাগরিকা বেগম (২৫), ছেলে রমজান মোড়ল (৮), মুসকান (৫) এবং মেয়ে আমেনা (২)।
বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় ভারতের অভ্যন্তরে পাঁচজনকে আটক করে বিএসএফ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, ২০২০ সালে অবৈধভাবে ভারতে যান তারা। পরে দেশটির কেরালা রাজ্যের এন্নাকুলাম এলাকায় একটি ভাঙাড়ি দোকানে দিন মজুরের কাজ শুরু করেন মুরাদ। সম্প্রতি দেশে ফেরার পথে তাদের আটক করে বিএসএফ।
জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুর দৌলা বলেন, ‘‘বিএসএফ একই পরিবারের ৫ সদস্যকে ফেরত পাঠিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের পাঁচবিবি থানায় হস্তান্তর কবা হয়েছে।’’
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মইনুল ইসলাম বলেন, ‘‘ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’’