মানিকগঞ্জ পৌরসভার নয়াকান্দি এলাকায় খামারে ঢুকে শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে ৫টি গরু লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার (১৩ আগস্ট) ভোরে জামেলা ডেইরি ফার্মে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও খামারের কর্মচারীরা জানান, ১০ থেকে ১৫ জন সশস্ত্র ব্যক্তি খামারে ঢুকে কর্মচারী লিটন, শ্যাম মিয়া ও মুকুলকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে একটি পিকআপে অস্ট্রেলিয়ান জাতের পাঁচটি গরু নিয়ে পালিয়ে যায় তারা। যার প্রতিটির বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা।
খামার মালিক উজ্জ্বল হোসেন বলেন, ‘‘সদর উপজেলার বিভিন্ন খামারে এর আগেও এ ধরনের লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’’
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, ‘‘বিষয়টি নিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।’’