সারা বাংলা

মুন্সীগঞ্জে আখক্ষেতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কিশোরের

মুন্সীগঞ্জের গজারিয়ায় আখক্ষেতে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে শাহিন (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ জুলাই) সকাল ৮টার দিকে গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের কলসেরকান্দী গ্রামের সাইদুর রহমানের আখক্ষেত থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) রাতের কোনো একসময়ে বিদ্যুৎস্পর্শে মারা যায় শাহিন। সে উপজেলার হোসেন্দী ইউনিয়নের ইসমানিরচর গ্রামের জহিরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, শিয়ালসহ অন্যান্য প্রাণী থেকে আখক্ষে‌ত রক্ষায় বৈদ‌্যু‌তিক ফাঁদ তৈ‌রি ক‌রেন জমির মালিক সাইদুর রহমান সেন্টু। মঙ্গলবার রাতের কোনো একসময়ে শাহিন ওই ফাঁদে বিদ‌্যুৎস্পৃষ্ট হয়ে আখক্ষেতে প‌ড়ে থা‌কে। সকালে কয়েকজন পথচারী স্থানীয় সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় শাহিন‌কে পড়ে থাক‌তে দেখে তার পরিবার ও পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে শাহিনের মরদেহ উদ্ধার করে। 

এদিকে, শাহিনের মরদেহ উদ্ধারের পর জমির মালিক সাইদুর রহমান সেন্টু বাড়ি থেকে পালিয়েছেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য কিরণ সরদার জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পর্শে মারা গেছে শাহিন।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ জানিয়েছেন, ওই কিশোরের মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে তদন্ত করা হবে।