পঞ্চগড়ে রাতভর ভারী বৃষ্টিপাতের কারণে একটি স্লুইসগেটের সংযোগ সড়ক ধসে পড়েছে। এতে স্লুইসগেটটিও হুমকির মুখে পড়েছে। এতে স্থানীয়দের ভোগান্তি পোহাতে হচ্ছে।
বুধবার (১৩ আগস্ট) সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের কুচিয়ামোড় বাজারের কুচিয়ামোড়-বন্দরপাড়া সড়কের স্লুইসগেটের সংযোগ সড়ক ধসে যায়।
মঙ্গলবার (১২ আগস্ট) রাতভর ভারী বৃষ্টিপাত হয়। পানির তীব্র স্রোতে কুচিয়ামোড় বাজারের ৫টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। স্লুইসগেটের সংযোগ সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় দুই পারের হাজারো মানুষ দুর্ভোগে পড়েছেন। পরিবহন, কৃষিপণ্য বাজারজাতকরণ ও শিক্ষার্থীদের যাতায়াত ব্যাহত হচ্ছে।
স্থানীয়রা জানান, এই রাস্তা ছাড়া বিকল্প সরাসরি পথ নেই। বিকল্প পথে যেতে হলে অন্তত ৮ থেকে ১০ কিলোমিটার ঘুরে যেতে হয়।
ক্ষতিগ্রস্ত দোকানদাররা বলেন, ‘‘রাত ১১টার পর দোকান বন্ধ করে বাড়ি গিয়েছিলাম। ভোরে এসে দেখি, দোকান পানিতে প্লাবিত। মালামাল নষ্ট হয়ে গেছে।’’
দোকানদার জমির উদ্দিন বলেন, ‘‘আমার দোকানে বিভিন্ন মালামাল ছিল। সব মিলিয়ে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।’’
কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল প্রধান বলেন, ‘‘দ্রুত অস্থায়ী ব্রিজ নির্মাণ করা জরুরি।’’
পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন বলেন, ‘‘স্লুইসগেটটি সংস্কারের জন্য বরাদ্দ এসেছে। টেন্ডারও সম্পন্ন হয়েছে। কিন্তু এর আগে ভেঙে গেছে। পানি কমে গেলে অস্থায়ী সেতু নির্মাণ এবং দ্রুত নতুন সেতু তৈরির ব্যবস্থা নেয়া হবে।’’