সারা বাংলা

পদ্মায় গোসলে নেমে নিখোঁজ দুই ছাত্রের লাশ উদ্ধার

নাটোরের লালপুরে পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নওপাড়া এলাকা সংলগ্ন পদ্মা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, দুপুর সাড়ে ১২টার দিকে নিখোঁজ হয় তারা।

নিহতরা হলো- উপজেলার নওপাড়া গ্রামের সাইফুল ইসলাম ছেলে ফরিদ ইসলাম ও ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার দড়িল্লা গ্রামের রবিনের ছেলে গোলাম রাব্বানী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসার ২০ শিক্ষার্থী একসঙ্গে নদীতে গোসলে নামেন। এ সময় তীব্র স্রোতে দুই জন তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এ সময় ঘটনাস্থল থেকে কিছু দূর থেকে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

লালপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।