সারা বাংলা

মাদারীপুরে অস্ত্রসহ ‘কোপা সামচু’ গ্রেপ্তার

মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি সামসু সরদার (৪৫) ওরফে ‘কোপা সামচু’কে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে মস্তাপুর ইউনিয়নের বড় মেহেরপুর এলাকায় নিজ বাসা থেকে সামসু সরদারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ঘর তল্লাশি করে বেশকিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

সামসু সরদার মৃত খোরশেদ সরদারের ছেলে। স্থানীয়ভাবে তিনি ‘কোপা সামচু’ নামে পরিচিত।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানিয়েছেন, সামসু সরদারের বিরুদ্ধে একাধিক মামলা আছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। 

পুলিশ জানিয়েছে, জব্দ করা অস্ত্রগুলো প্রাথমিকভাবে থানায় রাখা হয়েছে। মামলার আলামত হিসেবে এগুলো আদালতে উপস্থাপন করা হবে।