পদ্মা নদীতে পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে ভেঙে গেছে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাট। এতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।
শুক্রবার (১৫ আগস্ট) বেলা ৩টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আবদুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, ভাঙনের কারণে বৃহস্পতিবার রাত থেকে ৫ নম্বর ফেরিঘাট বন্ধ আছে। ফলে, যানবাহন পারাপারে বাড়তি সময় লাগছে। শুধু ৩ ও ৪ নম্বর ঘাট দিয়ে সীমিত আকারে ফেরি চলাচল করছে। তবে, ৪ নম্বর ঘাটও ভাঙনের ঝুঁকিতে আছে।
গত ৫ আগস্ট পদ্মার ভাঙনে পাটুরিয়া লঞ্চঘাটের একটি জেটি ধসে পড়ে। পরে ২ নম্বর ফেরিঘাট থেকে অস্থায়ীভাবে লঞ্চ চলাচল শুরু হলেও সেটিও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। বর্তমানে ১ নম্বর ফেরিঘাট দিয়ে লঞ্চ চলাচল করছে।