সারা বাংলা

র‍্যাবের অভিযানে ৩ সন্ত্রাসী গ্রেপ্তার, পিস্তল উদ্ধার 

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি চালিয়ে একাধিকবার পালিয়ে যাওয়া দুর্ধর্ষ সন্ত্রাসী আল-আমিন অবশেষে র‍্যাবের হাতে ধরা পড়েছে। তার সঙ্গে দুই সহযোগী গ্রেপ্তার হয়েছে। এ সময় আগ্নয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। 

সাভার ক্যাম্পের র‍্যাব-৪-এর সিপিসি-২ জানায়, বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে ঢাকার আশুলিয়া ও সাভার এলাকায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন, সাভারের রাজিব হোসেন (৩৮), ধামরাইয়ের আল-আমিন (৩৮) এবং আশুলিয়ার জুয়েল মিয়া (৪৫)। 

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব প্রথমে সাভার থানার বালিয়ারপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে আল-আমিনকে এবং দেওয়নবাড়ী এলাকা থেকে জুয়েল মিয়াকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আশুলিয়ার পাড়াগ্রামে অভিযান চালিয়ে রাজিব হোসেনকে ধরা হয়। রাজিবের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, এর আগে আল-আমিনকে গ্রেপ্তারের জন্য একাধিকবার অভিযান চালানো হলেও তিনি আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি চালিয়ে পালিয়ে যান। 

গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে আন্তঃজেলা সন্ত্রাসী চক্রের সদস্য বলে জানা গেছে। তারা বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ, অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই, চাঁদাবাজি, ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতি এবং মহাসড়কে পণ্যবাহী যানবাহনে ডাকাতির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

র‍্যাব-৪ সিপিসি-২ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার নাজমুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।