শেরপুরে ভিমরুলের কামড়ে ১৬ স্কুল শিক্ষার্থী আহত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) দুপুরে শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমীর নতুন ভবনের তৃতীয় তলায় পঞ্চম শ্রেণির ক্লাস শুরুর আগে এ ঘটনা ঘটে। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পরে আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেলিম মিঞা বলেন, ‘‘ভিমরুলের কামড়ে ১৬ শিক্ষার্থী আহতাবস্থায় হাসপাতালে এসেছিল। প্রাথমিক চিকিৎসা নিয়ে কয়েকজন বাড়িতে ফিরে গেছে। বর্তমানে হাসপাতালে পাঁচ শিক্ষার্থী ভর্তি রয়েছে। তবে, তাদের অবস্থা আশঙ্কাজনক নয়।’’
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুস সালাম বলেন, ‘‘দিবা শাখার পঞ্চম শ্রেণির ক্লাস শুরুর আগে এ ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েকজনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত শিক্ষার্থীদের চিকিৎসাভার স্কুল কর্তৃপক্ষ বহন করবে।’’
স্থানীয় বাসিন্দা আলমগীর কিবরিয়া অভিযোগ করে বলেন, ‘‘শিক্ষার্থীরা একাধিকবার ভিমরুলের চাকের বিষয়ে শিক্ষকদের অবহিত করলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।’’
এ বিষয়ে জানতে শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমীর প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আনীছা বেগমের মোবাইলে ব্যবহৃত নম্বরে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।