চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় আব্দুল খালেক (৪২) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আব্দুল খালেক জেলার শিবগঞ্জ উপজেলার কালিতলা-মির্জাপুর এলাকার আজহার আলীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৯ ফেব্রুয়ারি রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন কামাল আলী কালু। পরের দিন সকালে বাড়ির পাশে একটি আম বাগান থেকে কামালের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে শিবগঞ্জ থানায় মামলা করেন। ওই বছরের ২৯ মে মামলার তদন্তকারী কর্মকর্তা ৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল ওদুদ বলেন, ‘‘দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আব্দুল খালেককে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। বাকি তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে।’’