সারা বাংলা

সরকারি জমিতে নির্মিত শ্রমিক দলের কার্যালয় ভেঙে দিল প্রশাসন

সরকারি জমিতে নির্মাণ করা লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের কার্যালয় ভেঙে দিয়েছে প্রশাসন। 

বুধবার (২০ আগস্ট) সকালে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানার উপস্থিতিতে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। এসময় সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে কালীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামের পাশে সরকারি জায়গায় আধাপাকা ঘর তৈরি করে কার্যালয় হিসেবে ব্যবহার করছিল কার্যক্রম নিষিদ্ধ উপজেলা শ্রমিক লীগ। গত বছরের ৫ আগস্টের পর শ্রমিক দল তাদের দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করছিল ঘরটি।

প্রশাসন বারবার নোটিশ দিয়ে জায়গাটি খালি করার জন্য বললেও শ্রমিক দলের নেতারা ঘরটি সরিয়ে নিতে কোনো পদক্ষেপ নেয়নি। বুধবার সকালে পুলিশ ও আনসার বাহিনীর সহযোগিতায় প্রশাসন বুলডোজার দিয়ে ঘরটি ভেঙে দেয়।

উপজেলা শ্রমিক দলের সভাপতি বিপ্লব হাসান রুমেল এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, “উপজেলা প্রশাসন থেকে আমাকে কোনো লিখিত নোটিশ দেওয়া হয়নি। শুধুমাত্র মৌখিকভাবে জানানো হয়েছিল। মৌখিকভাবে বলার পরই, আমাদের কার্যালয় ভেঙে দেওয়া হলো, যা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়।”

ইউএনও জাকিয়া সুলতানা বলেন, “সরকারি জমি অবৈধভাবে দখলে রাখা হয়েছিল। নোটিশ দেওয়ার পরও দখলমুক্ত না করায় জনগণের স্বার্থে এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”