সারা বাংলা

ঝিনাইদহ সীমান্তে ৪ বাংলাদেশিকে হস্তান্তর

ভারতে অনুপ্রবেশ করা চার বাংলাদেশিকে ঝিনাইদহ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডংগা সীমান্তে তাদেরকে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২০ আগস্ট) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।

তিনি জানান, বাংলাদেশে ফেরার সময় ভারতের জোড়পাড়া নামক এলাকায় ধরা পড়েন চারজন। তাদের মধ্যে দুজন পুরুষ, একজন নারী এবং একটি শিশু। তারা সবাই বাংলাদেশি। তাদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বরসহ বিস্তারিত তথ্য বিজিবিকে দেওয়া হয়। বিজিবি তা যাচাইয়ের পর সীমান্ত পিলার ৬০/২৯-আর (পিলার) এর কাছে শূন্য লাইন বরাবর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। এ সময় বিএসএফের কাছ থেকে চারজনকে গ্রহণ করা হয়।

ওই চারজনকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।