সারা বাংলা

যশোরের কেশবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

যশোরের কেশবপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যশোর-চুকনগর মহাসড়কের কেশবপুর বুঝতলা নামক স্থানে জয়দেব সরকার (৫০) নামে একজন স্বর্ণের দোকানের কর্মচারী এবং বুধবার (২০ আগস্ট) ভোরে মধ্যকুল এলাকায় পথচারী আবুল কাশেম (৭৫) নামে অপরজন একজন নিহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, কেশবপুর শহরের একটি স্বর্ণের দোকানে জয়দেব সরকার কারিগরের কাজ করেন। মঙ্গলবার রাতে কাজ শেষে বাইসাইকেলের পিছনে একটি গ্যাস সিলিন্ডার বেঁধে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে রাত সাড়ে ১২টার দিকে যশোর-চুকনগর মহাসড়কের কেশবপুরের বুঝতলা নামক জায়গায় পৌছলে চুকনগরগামী মোটরসাইকেলের পিছনে অজ্ঞাতনামা একটি পিকআপ ধাক্কা দেয়।

ধাক্কা খেয়ে মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে জয়দেবের বাইসাইকেলের পিছনে গিয়ে ধাক্কা দেয়। এতে তিনি বাইসাইকেল থেকে ছিটকে পাকা রাস্তার উপর পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় মোটরসাইকেল চালক শাওন হোসেন (২৭) পড়ে গুরুতর জখম হন।

পরে স্থানীয়রা কেশবপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস স্টেশনে সংবাদ দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত শাওন হোসেনকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

অপরদিকে, বুধবার ভোর সাড়ে ৬টার দিকে চুকনগর থেকে যশোরগামী পেঁয়াজ বোঝাই ট্রাক (যশোর-ট ১১-৫২৪২) মধ্যকুল এলাকায় পথচারী আবুল কাশেমকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে। উভয় ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।