সারা বাংলা

বাসচাপায় বৃদ্ধা নিহত, প্রতিবাদে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসচাপায় অজ্ঞাত (৬৫) এক বৃদ্ধা নিহত হয়েছেন। এর প্রতিবাদে স্থানীয়রা ঢাকা-খুলনা মহাসড়ক আবরোধ করে রাখেন। এতে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

বুধবার (২০ আগস্ট) বিকেলে উপজেলার রাতইল ইউনিয়নের টুকুবাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রোমান মোল্যা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘অজ্ঞাত নারী ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিএম লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস বৃদ্ধাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এর প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা গাছের গুড়ি ফেলে মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় আধাঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার ও বিচারের আশ্বাস দিলে স্থানীয়রা অবরোধ তুলে নেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’’

ওসি আরো বলেন, ‘‘ঘাতক বাসটি ফরিদপুরের ভাঙা থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’’