সারা বাংলা

সাদা পাথর লুট: প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদা পাথর লুটের ঘটনায় প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। বুধবার (২০ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতিবেদনটি জমা দেওয়া হয়।

বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (গোপনীয় শাখা, মিডিয়া সেল) মো. মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন। তবে, প্রতিবেদনে কী ওঠে এসেছে তা তিনি জানাননি।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, প্রতিবেদনে জড়িতদের নাম ও ১০ সুপারিশ রয়েছে। এর আগে, গত ১২ আগস্ট সাদা পাথর লুটের ঘটনায় সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন।

গত রবিবার তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা ছিল। কিন্তু, সুষ্ঠু তদন্তের স্বার্থে আরো তিনদিন সময় চায় কমিটি। সে আলোকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ছিল আজ।

এ বিষয়ে তদন্ত কমিটির প্রধান সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ বলেন, ‘‘জেলা প্রশাসক কার্যালয়ে প্রতিবেদন জমা দিয়েছি। তবে, তাতে কী উল্লেখ আছে তা বলা যাবে না।’’

এদিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আগেই জেলা প্রশাসকের কার্যালয় থেকে আনুষ্ঠানিক বিদায় নেন বিদায়ী জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শের মাহবুব মুরাদ। দুপুরের পরপরই জেলা প্রশাসক কার্যালয় ছাড়েন তিনি। এরপর প্রতিবেদন জমা দেওয়া হয়।

উল্লেখ্য, সাদা পাথর লুটের ঘটনায় সমালোচনার মুখে গত সোমবার সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শের মাহবুব মুরাদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) এবং কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহারকে বদলি করা হয়।