পাবনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির পাভেলের শোরুমে জুয়ার আসর থেকে নয়জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ১১টার দিকে সাদুল্লাপুর ইউনিয়নের শ্রীকোল বাজারের শোরুম থেকে তাদেরকে আটক করা হয়। শুক্রবার (২২ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—সাদুল্লাপুর ইউনিয়নের চোমরপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে আব্দুর রউফ (৪৫), শ্রীকোল গ্রামের দিলবার হোসেনের ছেলে খাজা হোসেন (৪০), লোহাগড়া গ্রামের তালেব মোল্লার ছেলে সাইফুল ইসলাম (৩৯), সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহেল কাফির ছেলে মো. জনি (৪০), চোমরপুর গ্রামের জামাল মাস্টারের ছেলে লালন হোসেন (৩৮), জাবেদ আলীর ছেলে হাশেম আলী (৪০), শ্রীকোল গ্রামের আহমেদ মুন্সির ছেলে জলিল মুন্সী (৪২), শ্রীকোল বেলতলা গ্রামের আজিবর ইসলামের ছেলে আমিরুল ইসলাম (৪০) এবং শ্রীকোল দিয়ারপাড়া গ্রামের নিজাম উদ্দিন শেখের ছেলে আব্দুল মজিদ (৪২)।
সাদুল্লাপুর ইউনিয়নের শ্রীকোল বাজারে হুমায়ুন কবির পাভেলের শোরুমে দীর্ঘদিন ধরে জুয়া খেলা চলছে, এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১১টার দিকে আতাইকুলা থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে নয়জনকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ওই এলাকায় শোরুম ছাড়াও কয়েকটি স্পটে সারারাত ধরে জুয়ার আসর চলে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, টাকার বিনিময়ে ওই অফিস জুয়ারুদের কাছে ভাড়া দিয়ে থাকেন স্বেচ্ছাসেবক লীগ নেতা। সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত চলে জুয়া খেলা। এতে সর্বশান্ত হচ্ছে সাধারণ মানুষ। কয়েকটি স্পটে সারারাত ধরে জুয়া খেলা হলেও এর আগে পুলিশ কাউকে আটক করেনি।
এ বিষয়ে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল আওয়াল বলেছেন, আটক ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।