সারা বাংলা

‘কোনো দলের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, “আমাদের লড়াই কোনো নির্দিষ্ট দলের বিরুদ্ধে নয়। আমাদের লড়াই দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি এবং সংখ্যালঘুদের জমি দখলকারীদের বিরুদ্ধে।”

তিনি বলেন, ‘‘বাংলাদেশে দীর্ঘদিন ধরে একটি বিশেষ রাজনৈতিক সংস্কৃতি চালু রয়েছে। যেখানে প্রতিহিংসা, বিভাজন ও ক্ষমতার অপব্যবহার হয়েছে। কিন্তু জামায়াতে ইসলামের লক্ষ্য এসব অপসংস্কৃতির বিরুদ্ধে দাঁড়িয়ে একটি সৎ, ন্যায়ভিত্তিক ও জনগণের বাংলাদেশ গড়া।’’

শুক্রবার (২২ আগস্ট) বেলা ১১টার দিকে ঠাকুরগাঁও প্রেস ক্লাব মাঠে এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা আব্দুল হালিম বলেন, “জুলাই আন্দোলনে তরুণরা স্লোগান দিয়েছে-‘তুমি কে, আমি কে? রাজাকার, রাজাকার।’ এই শ্লোগানের আসল অর্থ হলো, নতুন বাংলাদেশ গড়ার জন্য সব দল-মতের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।’’

তিনি বলেন, ‘‘অতীতে আওয়ামী লীগ সরকার স্বাধীনতার পক্ষে-বিপক্ষে বিভাজন সৃষ্টি করে ১৫ বছর ক্ষমতায় ছিল। কিন্তু, জনগণের ঐক্যের কারণে সেই ভারতীয় আধিপত্যবাদী আওয়ামী লীগ সরকার বিদায় নিতে বাধ্য হয়েছে। আজকের যুবকরাই আগামীর নেতৃত্ব দেবে।”

জামায়াত নেতা বলেন, “আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না। সামনে যে জাতীয় নির্বাচন আসছে, সেখানে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। কোনো অবস্থাতেই কেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাই বা কারচুপি চলবে না। এমন পরিবেশ গড়তে হবে, যেখানে ৮০ বছরের বৃদ্ধও নির্বিঘ্নে ভোট দিতে যেতে পারেন।”

এ সময় যুব সমাজকে নেতৃত্বের আহ্বান জানিয়ে আব্দুল হালিম বলেন, ‘‘দেশের পরিবর্তনের মূল শক্তি তরুণরা। দেশকে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করতে হলে তরুণদের ভূমিকা অগ্রগণ্য। তরুণরাই নতুন বাংলাদেশ গড়ার প্রকৃত কারিগর।”