খাগড়াছড়ির সদর উপজেলায় নিজ বাড়িতে রেফ্রিজারেটর পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে রিটন চাকমা চিক্য (২৬) নামে এক যুবক মারা গেছেন।
শুক্রবার (২২ আগস্ট) দুপুরে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তিনি উপজেলার গরগয্যাছড়ি সাজেক পাড়া গ্রামে রতন বিকাশ চাকমার ছেলে। তিনি গ্রামে চায়ের দোকান চালাতেন। একইসঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশাও চালাতেন।
খাগড়াছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞান দত্ত ত্রিপুরা মৃত্যুর তথ্য রাইজিংবিডিকে জানান।
প্রতিবেশী প্রগতি চাকমা জানান, রিটন চাকমা নিজ বাড়িতে রেফ্রিজারেটর পরিষ্কার করার সময় বিদ্যুতের তার ছিঁড়ে তার বুকের উপর পড়ে। এতে তিনি বিদ্যুৎপৃষ্ট হন। তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদরের প্রাইভেট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক পূর্ণ জীবন চাকমা তাকে মৃত ঘোষণা করেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কেউ মারা গেছে কি-না, তা তার জানা নেই। তবে তিনি খোঁজ নিয়ে দেখছেন।